উচ্ছেদ উচ্ছেদ খেলা : মশক দিবসে মশকরা
বিশ্ব মশক দিবস উপলক্ষে আজ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করতে এসেছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।
মেয়রের আগমন এবং এডিস মশার লার্ভা ধ্বংসের অংশ হিসেবে ঢাকঢোল পিটিয়ে ঢামেকের চৌহদ্দিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা ছাড়াও হাসপাতালের বহির্বিভাগ, প্রশাসনিক ভবন গেট ও জরুরি বিভাগের গেটের পূর্ব ও পশ্চিম পাশের রাস্তায় অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক দোকানপাট উচ্ছেদ করা হয়।
বিভিন্ন গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনাকারীরা এতটাই তৎপর ছিলেন যে অবৈধ দোকানদারদের অনেকেই মালপত্র সরানোর সুযোগটুকু পাননি। দ্রুত সময়ের মধ্যে ফুটপাত দখলমুক্ত হয়।
তবে অভিযান পরিচালনা শেষ করে মেয়র স্থান ত্যাগ করার কিছুক্ষণ পর ফের ফুটপাত দখল হতে থাকে। দুপুর ১টার পর সরেজমিনে ঘুরে দেখা গেছে, অবৈধ দখলদারদের অনেকে নতুন করে দোকান সাজিয়ে বসেন।
নাম প্রকাশ না করার শর্তে ঢামেকের কয়েকজন প্রবীণ কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করে বলেন, ক্ষমতাসীন দলের রাজনৈতিক নেতা ও থানা পুলিশকে নিয়মিত অর্থ উৎকোচ দিয়েই ফুটপাতে ব্যবসা পরিচালনা করছে। তাদের উচ্ছেদ করা সম্ভব নয়।
হাসপাতালের চারদিকের অবৈধ দোকান প্রসঙ্গে ডিএসসিসি মেয়রকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা প্রায় কয়েক দিন পরপরই উচ্ছেদ করি। উচ্ছেদের এক ঘণ্টা পর ফের তারা ওই স্থানে বসে পড়ে।’
আমাদের কিছু পুলিশ দিলে এর একটা সমাধান হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এমইউ/জেএইচ/এমএস