ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সিডিএতে চাকরি ফিরে পেলেন ১২ জন

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০২:০৪ পিএম, ১৯ আগস্ট ২০১৯

উচ্চ আদালতের নির্দেশে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ১২ জন কর্মকর্তা-কর্মচারী হারানো চাকরি ফিরে পেয়েছেন। রোববার (১৮ আগস্ট) ১২ জন কর্মকর্তা-কর্মচারীকে শূন্যপদে আত্মীকরণ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ।

চাকরি ফিরে পাওয়া কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে রয়েছেন- দুইজন সহকারী প্রকৌশলী, ছয়জন উপ-সহকারী প্রকৌশলী, দুইজন সার্ভেয়ার ও একজন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও একজন অফিস সহায়ক।

প্রসঙ্গত, নগরের কুয়াইশ ও চান্দগাঁও মৌজায় ১৭৯ একর জমির ওপর অনন্যা আবাসিক প্রকল্প গড়ে সিডিএ। ২০০৪ সালে এ প্রকল্পের কাজ শুরু হয়। এ প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়া শুরু হয় ২০০৮ সালের জুলাইয়ে। ৩৯৭ কোটি ৬৭ লাখ টাকা প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়। প্রকল্পের অধীন এসব কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হয়। প্রকল্প বাস্তবায়ন শেষে তাদের চাকরি চলে যায়। এরপর এসব কর্মকর্তা-কর্মচারী উচ্চ আদালতে দ্বারস্থ হন। পরবর্তীতে উচ্চ আদালত তাদের চাকরিতে নিয়োগ দেয়ার নির্দেশ দেন।

আবু আজাদ/এনএফ/পিআর

আরও পড়ুন