ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৩০ ডেঙ্গু রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১০:১৬ এএম, ১৬ আগস্ট ২০১৯

দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু রোগীর সংখ্যা কমার সংবাদ আসলেও চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি ঘটেনি। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের সবকয়টি জেলায় বৃহস্পতিবার মোট ২১৮ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মহানগর ও জেলার বিভিন্ন হাসপাতালে আরও ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের সবকয়টি জেলায় (মহানগরসহ) মোট ২১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন বলে বিভাগীয় স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে।

তবে সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে গতকাল বৃহস্পতিবার ৪৭ জনের রক্ত পরীক্ষা করা হলেও এর মধ্যে একজনের শরীরেও ডেঙ্গু ধরা পড়েনি বলে জানান চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী।

সবমিলিয়ে জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত মহানগরসহ চট্টগ্রাম জেলায় ৬৬১ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

আবু আজাদ/এনডিএস/এমএস

আরও পড়ুন