ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঈদে ভোগান্তি কমাতে ৭ জোড়া স্পেশাল ট্রেন

প্রকাশিত: ১০:০৭ এএম, ১৫ সেপ্টেম্বর ২০১৫

কোরবানির ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে ঈদের তিন দিন আগে থেকে ৭ জোড়া স্পেশাল ট্রেন চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. মজিবুল হক।
 
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কমলাপুর রেলওয়ে স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, ঈদেক কেন্দ্র করে নতুন করে ১৩৮টি কোচ মেরামত করা হচ্ছে। সবমিলিয়ে ১ হাজার ২৪টি কোচ ঈদের যাত্রীদেরকে সেবা প্রদান করবে। পাশাপাশি পুরাতন ১৯২টি ইঞ্জিনের সঙ্গে নতুন করে আরো ২৫টি ইঞ্জিন যুক্ত করা হবে।

যাত্রীদের সেবা নিশ্চিত করতে রেলের সব কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে জানিয়ে রেলমন্ত্রী বলেন, ঘরমুখো মানুষের যাত্রা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।

তিনি জানান, রেলের সঙ্গে সম্পৃক্ত কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

ঈদ উপলক্ষে প্রতিদিন আড়াই লাখ যাত্রী ট্রেন বহন করবে জানিয়ে রেলমন্ত্রী বলেন, রেলের সম্পদ এখনো সীমিত। প্রধানমন্ত্রীর নির্দেশে এই সীমিত সম্পদ দিয়ে যাত্রীদের সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা অব্যহত থাকবে।

বর্তমান ১হাজার ২৪টি কোচের সঙ্গে আগামী ঈদুল ফিতরের আগেই আরো ২৭০টি কোচ যুক্ত হবে বলেও জানান তিনি। এর মধ্যে ১২০টি কোচ আনা হবে ভারত থেকে আর বাকি ১৫০টি কোচ এডিবির অর্থায়নে ইন্দোনেশিয়া থেকে আনা হবে।

বিএনপির আমলে ১কি.মি রেল লাইন মেরামত করা হয়নি অভিযোগ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরই রেলের মেরামতের কাজ অব্যহত রেখেছে এবং কাজ করার জন্য ক্রমাগতভাবে টেন্ডার আহ্বান করে যাচ্ছে।

এছাড়া যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সকাল ৯টার পরিবর্তনে টিকিট বিক্রিয়ের সময় আরো এগিয়ে আনার চিন্তা করা হচ্ছে বলেও জানান রেলমন্ত্রী।

এর আগে সকাল সাড়ে ১০টায় কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন তিনি। এসময় তিনি টিকিট প্রত্যাশী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন রেলমন্ত্রী।

এমএম/এসকেডি/আরআইপি