রাজধানীতে অজ্ঞান পার্টির ২১ সদস্য গ্রেফতার
রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুরসহ একাধিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির ২১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার সকাল থেকে সন্ধ্যা অবধি অভিযানে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এডিসি ওবায়দুর রহমান বলেন, গোয়েন্দা পূর্ব বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে শনিবার সকালে যাত্রাবাড়ী ও শ্যামপুর এলাকা থেকে ১২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- রতনচন্দ্র দে, নিজাম মোল্লা, স্বপন, সুমন ওরফে খোকন, লিটন, সাজ্জাদ হোসেন ওরফে সোহেল, রবি শেখ, পনু পেদা, আ. বারেক, আলাউদ্দিন খান, মনির হোসেন ও মনিরুল ইসলাম (মিন্টু)।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২৫০ পিস নকটিন ঘুমের ট্যাবলেট, ২০ পিস লজিকাম ট্যাবলেট ও ১৪ পিস ঝান্ডুবাম উদ্ধার করা হয়।
অন্যদিকে পৃথক অভিযানে সিরিয়াস ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অজ্ঞান পার্টির ৯ সদস্যকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু ক্রেতা-বিক্রেতাসহ ঘরমুখী যাত্রী সাধারণের ওপর বর্ণিত ওষধ প্রয়োগে অজ্ঞান করে নগদ টাকা হাতিয়ে নেয়াই ছিল তাদের মূল টার্গেট। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে।
জেইউ/বিএ/পিআর