ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সংসদ ভবনের বিশেষ জামাত এবার সাড়ে ৭টায়

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০২:১০ পিএম, ১১ আগস্ট ২০১৯

কোরবানির ঈদ হওয়ায় সংসদ ভবনের ঈদের জামাত এবার এগিয়ে আনা হয়েছে। ঈদুর ফিতরের সময় সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হলেও এবার তা সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে।

সংসদের গণসংযোগ-১ অধিশাখার উপপরিচালক মো. নূরুল হুদা রোববার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। প্রতিবছরের ন্যায় এবারও ঈদুল আজহার জামাতে যে কেউ অংশ নিতে পারবেন। অর্থাৎ এটি সবার জন্য উন্মুক্ত।

জানা যায়, জামাতে সংসদের চিফ হুইপ, হুইপবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মচারীসহ এলাকার মুসল্লিরা জামাতে অংশ নেবেন। আর বৃষ্টি থাকলে সংসদে টানেলে এই জামাত অনুষ্ঠিত হবে।

এইচএস/বিএ/পিআর

আরও পড়ুন