ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গরুর হাটে ‘রিল্যাক্স জোন’

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১০ আগস্ট ২০১৯

তীব্র এই রোদে গরু কিনতে এসে গরমে আরাম দিতে রিল্যাক্স জোনের ব্যবস্থা করেছে একটি বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানি। এই জোনে রিল্যাক্স করার পাশাপাশি রিচার্জ করলেই মিলছে ঈদ উপহার। শনিবার রাজধানীর রামপুরা আফতাব নগর গরুর হাটে এ ব্যবস্থা করতে দেখা যায়।

রিল্যাক্স জোনে থাকা ওই বেসরকারি মোবাইল ফোন অপারেটর কোম্পানির কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, আফতাব নগর হাটে আমাদের তিনটি বুথ আছে। ওই সব রিল্যাক্স জোনে বিশ্রাম নেয়ার পাশাপাশি পাচ্ছেন ঈদ উপহার। আফতাব নগর হাট ছাড়াও দিয়াবাড়ি ও হাজারীবাগ হাটে আমরা এমন ব্যবস্থা করেছি।

hat2.jpg

রিল্যাক্স জোন থেকে জানা যায়, ঈদ উপহার বক্সে থাকছে গরু বাঁধার জন্য একটি দড়ি ও একটি গরুর মালা। গরুর খাদ্য হিসেবে থাকছে খৈল, চাষের কুঁড়া ও ভূষি। এ ছাড়াও রয়েছে এক প্যাকেট ব্লিচিং পাউডার।

জানা গেছে, গরুর দাম লিখে দেওয়ার জন্য একটি সাদা কাগজের বোর্ড দেয়া হচ্ছে রিচার্জ করলেই। ওই সাদা বোর্ডে মার্কারি পেন দিয়ে গরুর দাম লিখে দিচ্ছেন রিল্যাক্স জোনে কর্মরত কর্মকর্তারা। সর্বনিম্ন ৯৭ টাকা থেকে সর্বোচ্চ ২৯৭ টাকা রিচার্জ করলেই মিলছে এসব উপহার।

এইউএ/এমআরএম/এমএস

আরও পড়ুন