ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মালয়েশিয়ার পর্যটনশিল্প পরিদর্শন করলেন ট্রাভেল এজেন্টরা

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৫১ পিএম, ০৮ আগস্ট ২০১৯

ট্যুরিজম মালয়েশিয়া ও রিজেন্ট এয়ারওয়েজের যৌথ উদ্যোগে বাংলাদেশের নির্বাচিত শীর্ষস্থানীয় ট্রাভেল এজেন্টদের প্রতিনিধি দল সম্প্রতি মালয়েশিয়া সফর করেছেন।

‘মালয়েশিয়া পরিচিতি’ শীর্ষক পাঁচ দিনব্যাপী সফরে দলটি দেশটির অন্যতম পর্যটন স্পট গেন্টিং হাইল্যান্ড, মনোরম জোহর বাহরু, ঐতিহাসিক মালাকা শহর দক্ষিণ চীন সাগরের উপকূলবর্তী তিংগী দ্বীপ এবং রাজধানীর কুয়ালালামপুর পরিদর্শন করেন।

সফরকালে প্রতিনিধি দল ট্যুরিজম মালয়েশিয়া ছাড়াও ট্যুরিজম জোহর, ট্যুরিজম মালাকা, গেন্টিং ওয়ার্ল্ড, কেয়ার লাক্সারি, টিএড মেরিন রিসোর্ট, এ’ফ্যামোসা রিসের্টি, লেগোল্যান্ড পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে বেঠক এবং দুই দেশের পর্যটনশিল্পের প্রসারে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে মালয়েশিয়ার পর্যটনশিল্পের নানা দিক তুলে ধরা হয়। এ সময় বাংলাদেশের পর্যটনশিল্পর সম্ভাবনা ও সুযোগ-সুবিধা তুলে ধরেন সফরকারীরা। দুই দেশের পর্যটনশিল্পের প্রসারে একযোগে কাজ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছে উভয়পক্ষ।

রিজেন্ট এয়ারওয়েজের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) সোহেল মজিদের নেতৃত্বে দলে ছিলেন ট্যুরিজম মালয়েশিয়া বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. শোয়েব এবং বি ফ্রেশ, হালট্রিপ, ফ্লাইট এক্সপার্ট, ৯ জিও, সাইমন ওভারসিস, ডিসকভারি ট্যুরস এবং ফ্লেমিংগো ট্র্যাভেলসের শীর্ষ কর্মকর্তারা।

আরএম/এএইচ/পিআর

আরও পড়ুন