বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মিরপুরে সড়ক অবরোধ করেছেন গার্মেন্ট শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর ১টা থেকে মিরপুর সনি সিনেমা হলের সামনের সড়ক অবরোধ করেন জারা জিন্স নামে গার্মেন্ট শ্রমিকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন বলে জানিয়েছে মিরপুর বিভাগ পুলিশ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
জারা জিন্স গার্মেন্টের একাধিক কর্মী জানান, আমাদের বেশ কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। সেগুলো তো দিচ্ছেই না। বেতন ও বোনাসেরও কোনো খবর নেই। এর আগেও আমরা আন্দোলন করেছি। গতকাল রাতেও আমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছি। কিন্তু মালিকপক্ষ কোনো কর্ণপাত করছেন না। বাধ্য হয়ে ফের রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
সবুজ নামে এক গার্মেন্ট কর্মী বলেন, আজই বন্ধ হচ্ছে গার্মেন্টটি। ঈদের পর খুলবে। কিন্তু আমাদের পাওনা বেতন-বোনাস দেয়া হয়নি। কর্মীদের ঈদ কীভাবে হবে বেতন-বোনাস ছাড়া? সেটা একবার ভাবছে না মালিকপক্ষ। বেতন-বোনাস না পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ-বিক্ষোভ অব্যাহত থাকার কথা জানান তিনি।
মিরপুর বিভাগের মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) খাইরুল আমিন জাগো নিউজকে বলেন, জারা জিন্স গার্মেন্টটি দারুসসালাম এলাকার মধ্যে পড়েছে। কিন্তু বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ-সড়ক অবরোধ করেছে মিরপুর এলাকায় এসে। তারা সনি সিনেমা হলের সামনের সড়ক অবরোধ করেছে। যান চলাচল বন্ধ রয়েছে। আমরা মালিকপক্ষ ও বিজিএমইএ কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের দ্রুত বিষয়টি নিষ্পত্তির অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এ ব্যাপারে দারুসসালাম জোন পুলিশের সহকারী কমিশনার বলেন, ‘আমি গার্মেন্ট শ্রমিকদের আন্দোলনের মধ্যে আছি। পুলিশ মোতায়েন রয়েছে। তবে বিক্ষুব্ধ গার্মেন্ট শ্রমিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা পুলিশ নেবে না। তাদের অভিযোগ শোনা হচ্ছে। বিজিএমইএ নেতারা আসছেন।’
জেইউ/জেএইচ/এমকেএইচ
আরও পড়ুন
বিজ্ঞাপন
সর্বশেষ - জাতীয়
- ১ মধ্যরাতে গুলশানে স্পা সেন্টারে র্যাবের অভিযান, একাধিক নারী আটক
- ২ আহত-শহীদ পরিবারকে যথাযথ মূল্যায়ন না করলে বেইমানি করা হবে
- ৩ চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তাকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার
- ৪ চট্টগ্রামে ছিনতাইয়ের ভাইরাল দৃশ্য দেখে ছিনতাইকারী ধরলো পুলিশ
- ৫ আইজিপির পদমর্যাদা পেলেন ডিএমপি কমিশনার সাজ্জাত আলী