ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

অনলাইনে ট্রেনের নকল টিকিট বিক্রি, আটক ২

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৪ পিএম, ০৬ আগস্ট ২০১৯

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের টিকিটের বিপুল চাহিদার সুযোগে নকল টিকিট বিক্রির সঙ্গে জড়িত প্রতারণা চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। আটকরা হলেন- তানভির ও হিমেল।

সোমবার দিবাগত রাতে কমলাপুর রেল স্টেশন থেকে রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ তাদেরকে আটক করে। আটককালে তাদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের প্রায় ১৬টি নকল টিকিট উদ্ধার করা হয়।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক রুশো বণিক এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘চলো যাই ডট কম’ নামে একটি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা চালিয়ে আসছিল তারা। আসন্ন ঈদে ঘরমুখো মানুষকে টার্গেট করে অভিনব প্রতারণার ফাঁদ পাতে। চক্রটি অনলাইনে বিভিন্ন রুটে ট্রেনের টিকিটের বিজ্ঞাপন দিয়ে আসছিল। গ্রাহকরা আগ্রহী হয়ে টিকিট কিনতে চাইলে টাকার বিনিময়ে সরবরাহ করতো নকল টিকিট। দেখতে অবিকল আসল টিকিটের মতো হওয়ায় যাত্রীরা বিষয়টি বুঝতে পারতেন না।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে কমলাপুর রেল স্টেশন থেকে নকল টিকিট বিক্রির ওই চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। চক্রের মূলহোতা আহসান হাবীব পলাতক রয়েছেন। আটক দুজনকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত কমলাপুরে পৃথক অভিযানে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। আটকরা হলেন- রুবেল, হজরত আলী ও দুলাল মিয়া। তারা আসল টিকেট সরবরাহ করলেও অবৈধ পন্থায় বাড়তি দামে টিকেট বিক্রি করছিলেন।

নকল টিকিট বিক্রয় এবং কালোবাজারির ঘটনায় সর্বমোট আটক ৫ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করা হয়েছে। জনসাধারনের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলওয়ে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান রুশো বণিক।

এএস/এআর/এমএসএইচ/এমকেএইচ

আরও পড়ুন