ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডেঙ্গু প্রতিরোধে গবেষণায় গুরুত্ব দিতে হবে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:০৩ পিএম, ০৫ আগস্ট ২০১৯

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি গবেষণায় গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সোমবার রাজধানীর মহাখালীতে অবস্থিত আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) আয়োজিত কৈশোরে ‘নন কমিউনিকেবল ডিজিজ’ প্রতিরোধ বিষয়ে আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৩ ‘সুস্বাস্থ্য নিশ্চিতকরণ’ এর বিষয় উল্লেখ করে বলেন, ‘সবার সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের অন্যতম লক্ষ্য। এজন্য আমাদের খাদ্যাভ্যাসেও ইতিবাচক পরিবর্তন আনতে হবে। শিশু-কিশোরদের ফাস্টফুড এবং জাঙ্কফুডের প্রতি আগ্রহ কমিয়ে আনতে পরিবারের ভূমিকা গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘শিশু-কিশোরদের পরিমিত পুষ্টি ও সুষম খাবার নিশ্চিত করতে হবে। ডিএনসিসি সবসময় সবধরনের ইতিবাচক কাজে আইসিডিডিআরবিকে সহায়তা করবে। জনসাধারণকে ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নিশ্চিত করতে বাজার মিনিটরিং জোরদার করা হচ্ছে যাতে মানুষ সাধ্যের মধ্যে ক্রয় করতে পারে।’

তিনি আরও বলেন, ‘সবক্ষেত্রেই আমাদের সচেতনতার কোনো বিকল্প নেই, খাবারের পুষ্টি নিশ্চিত করার ক্ষেত্রে তরকারি নির্ণয় এমনকি রান্নার ক্ষেত্রে কত তাপমাত্রায় এটি রান্না হলো সেটিও গুরুত্বপূর্ণ।’

ডেঙ্গু বিষয়ে মেয়র আইসিডিডিআরবিকে উদ্দেশ্য করে বলেন, শুধু রিপোর্ট নয়, সমাধানও দিন। আমরা পরিবেশ-প্রতিবেশের ঝুঁকি, মানুষের স্বাস্থ্য ঝুঁকি, অন্যান্য প্রাণীর অস্তিত্বের জন্য হুমকি এমন কোনো ওষুধের ছাড়পত্র পাব না। চলুন একসাথে কাজ করি। তিনি সংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগ (সিডিসি), আইইডিসিআরবি,কীটতত্ত্ব বিভাগ, প্রশিক্ষণ কেন্দ্র, গবেষণা, এবং ইন্টিগ্রেটেড ভেক্টর ম্যানেজমেন্টের উপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডা. এ.এইচ.এম. এনায়েত হুসাইন, ইউনিভার্সিটি কলেজ লন্ডনের প্রফেসর সারা হকিস এবং আইসিডিডিআরবি-র এর সিনিয়র ডিরেক্টর ড. শামস এল আরিফিন উপস্থিত ছিলেন।

এএস/এমআরএম

আরও পড়ুন