ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডেঙ্গু পরিস্থিতিতে স্বাস্থ্য সচিবের হজযাত্রা বাতিল

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১১:৪৮ পিএম, ০৪ আগস্ট ২০১৯

রাজধানীসহ সারাদেশে ডেঙ্গুবাহী এডিস মশার প্রকোপের কারণে স্বেচ্ছায় হজযাত্রা বাতিল করেছেন স্বাস্থ্য সচিব মো. আসাদুল ইসলাম। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে রোববার বিকেল সাড়ে তিনটায় প্রতিনিধিদলের সদস্যরা পবিত্র হজ পালনে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেও স্বাস্থ্য সচিব তাদের সাথে যাননি।

দেশব্যাপী ডেঙ্গুর প্রকোপের সময়ে সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ব্যক্তিগত সফরে সপরিবারে মালয়েশিয়া যাওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। পরে তিনি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসতে বাধ্য হন।

স্বাস্থ্য সচিবের ঘনিষ্ঠজনরা জানান, এই মুহূর্তে হজে গেলে স্বাস্থ্যমন্ত্রীর মতো তিনিও সমালোচনার মুখে পড়তে পারেন। তাই হজযাত্রা বাতিল করেছেন স্বাস্থ্য সচিব।

উল্লেখ্য, চলতি বছর ১ জানুয়ারি থেকে আজ ৪ আগস্ট পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন প্রায় শিশুসহ ২৫ হাজার নারী-পুরুষ। সরকারি হিসাবে ১৮ জনের মৃত্যুর কথা বলা হলেও বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা কয়েকগুণ।

এমইউ/এমএসএইচ

আরও পড়ুন