ডেঙ্গু নির্মূলে সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবি
ডেঙ্গু নির্মূলে সমন্বিত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ নামক একটি সংগঠন। রোববার (৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশ থেকে এ দাবি জানানো হয়।
সমাবেশে হকার নেতারা বলেন, দেশে যখন ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে তখন স্বাস্থ্যমন্ত্রী সপরিবারে বিদেশে থাকেন। অপর দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ডেঙ্গু নিয়ে মশকরা করছেন। সরকারের দায়িত্বশীল জায়গায় বসে এ ধরনের মশকরা অপরাধের সামিল। এদের ব্যাপারে সরকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেঙ্গু মশা নিধনের ওষুধ ক্রয় নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। সরকারকে এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় বিচার করতে হবে। অন্যথায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ, বিক্ষোভ বৃদ্ধি পাবে।
সমাবেশে বক্তারা আরও বলেন, ডেঙ্গু নির্মূলে সরকারের সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিত কর্মসূচি গ্রহণ করতে হবে। একই সাথে সরকারের পাশাপাশি দেশের সকল স্তরের জনগণের নিজ নিজ বাড়ি, আঙিনা ও ফুটপাত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং সংশ্লিষ্টদের নিয়মিত ওষুধ ছিটাতে হবে। হাসপাতালগুলোতে চিকিৎসা ব্যয় কমাতে হবে। এ নিয়ে যেকোন দুর্নীতি কঠোর হস্তে দমন করতে হবে।
পরিষদের আহ্বায়ক আবুল হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ হকার নেতা কামাল সিদ্দিকী, হারুন-অর-রশিদ, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান দীপু মীর, পরিবহন শ্রমিক নেতা গোলাম খালেক, গার্মেন্ট শ্রমিক নেতা বাহারানে সুলতান বাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
এএস/আরএস/জেআইএম