ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

১৭ দিনের সফর শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ০৪ আগস্ট ২০১৯

লম্বা সফর শেষে ৮ আগস্ট দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। গত ২১ জুলাই বিভিন্ন কর্মসূচিতে যোগদানের জন্য যুক্তরাজ্যে যান প্রধানমন্ত্রী। সেখানে আগামী ৬ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে যোগদান শেষে ৭ আগস্ট বুধবার যুক্তরাজ্য থেকে রওনা হয়ে ৮ আগস্ট দেশে ফিরবেন তিনি।

এর আগে গত ২১ জুলাই সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটটি লন্ডন স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টা ৫৫ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সফরসূচি থেকে জানা যায়, প্রধানমন্ত্রী ২০ জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন।

এইউএ/এমআরএম/জেআইএম

আরও পড়ুন