ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মোজার ভেতর ৩৬ লাখ টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৮:১৩ পিএম, ০১ আগস্ট ২০১৯

চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে রিজেন্ট এয়ারওয়েজের ফ্লাইটে আসা এক যাত্রীর শরীর তল্লাশি করে ৮টি স্বর্ণের বার জব্দ করেছেন কাস্টম কর্মকর্তারা। বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে স্বর্ণ পাচারের অভিযোগ ওই যাত্রীকে আটক করা হয়েছে।

কাস্টম হাউসের কর্মকর্তা শাহিনুর রহমান পাভেল জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে মাস্কাট ফেরত রিজেন্ট এয়ারওয়েজের এক যাত্রীকে সন্দেহ হলে আটক করা হয়। পরে তার পায়ে থাকা দুই মোজার ভেতর থেকে চারটি করে ৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার করা ৮টি স্বর্ণের বারের মোট ওজন ৯৩২ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩৬ লাখ টাকা। ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে।

আরএস/পিআর

আরও পড়ুন