জ্বালানি খাতে সহযোগিতায় একমত বাংলাদেশ-ইন্দোনেশিয়া
জ্বালানি খাতে একে অপরকে সহযোগিতায় একমত হয়েছে বাংলাদেশ-ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার জাকার্তা কনভেনশন সেন্টারে বুধবার (৩১ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইগনাসিয়াস জুনান এ বিষয়ে একমত হন।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ সময় পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রতিমন্ত্রী ইন্দোনেশিয়ার মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ভ্রাতৃপ্রতিম এ দেশ বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। জ্বালানি খাতে আমরা সহযোগিতা করতে একমত হয়েছি। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা করার অনেক ক্ষেত্র রয়েছে। অভিজ্ঞতা বা সম্পদ বিনিময় করে উভয় দেশ আরও লাভবান হতে পারে।’
নসরুল হামিদ বলেন, ‘গ্যাস খাতে উন্নয়নে আমরা একযোগে কাজ করতে পারি। বাংলাদেশ ধীরে ধীরে উন্নত দেশে পরিণত হচ্ছে। ব্যাপক উন্নয়নের সাথে সাথে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপুল বিনিয়োগের সুযোগ হয়েছে।’
এ সময় প্রতিমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান অবস্থা ও সম্ভাবনা নিয়ে ইন্দোনেশিয়ান মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।
ইন্দোনেশিয়ার জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে বলেন, ‘একসাথে কাজ করলে উভয় দেশই উপকৃত হবে।’
এ সময় ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আজমল কবির উপস্থিত ছিলেন।
আরএমএম/এনডিএস/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ মশা নিয়ন্ত্রণে ৫৩০ শিক্ষাপ্রতিষ্ঠানে ডিএসসিসির চিরুনি অভিযান
- ২ শাহজালাল বিমানবন্দরে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
- ৩ বান্দরবানে কেএনএ’র বিরুদ্ধে সেনা অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
- ৪ জুলাই বিপ্লবের ১০০তম দিনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি
- ৫ দেশে ফিরে অভিবাসী কর্মীদের লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা