ডেঙ্গুর ওষুধের দাম বৃদ্ধি, মিটফোর্ডে অভিযান
রাজধানীর বাবু বাজার এলাকার (মিটফোর্ড) পাইকারি ওষুধ বিক্রির দোকানে অভিযান চালাচ্ছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার দুপুর আড়াইটায় শুরু হয় এ অভিযান। অভিযানের নেতৃত্বে আছেন অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার।
আরও পড়ুন >> ডেঙ্গু হেল্প ডেস্কে হেল্প করার কেউ নেই!
আরও উপস্থিত আছেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল, সহকারী পরিচালক মো. মাসুম আরিফিন।
মনজুর মোহাম্মদ শাহরিয়ার জাগো নিউজকে বলেন, রাজধানীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু জ্বর টেস্ট করতে অতিরিক্ত ফি নেয়ায় ইতোমধ্যে অভিযান ও জরিমানা শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। তবে প্রতিটি হাসপাতালের অভিযোগ ছিল, মিটফোর্ডের পাইকারি ওষুধের দোকানিরা সিন্ডিকেট করে ডেঙ্গু রোগের ওষুধ, ডেঙ্গু টেস্টের রি-এজেন্টসহ আনুষাঙ্গিক জিনিসপত্রের দাম বৃদ্ধি করেছে। এছাড়া সার্বিক ওষুধের বাজার নজরদারিতে আমরা মার্কেটে অভিযান চালাচ্ছি।
অভিযানে অধিদফতরকে সহযোগিতা করছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১ এর সদস্যরা।
এসআই/এআর/এমএআর/এমকেএইচ