ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বেসিনে ব্লিচিং পাউডার ঢেলে এডিস মশা ধ্বংসের প্রচারণা গুজব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১:৫৯ এএম, ৩১ জুলাই ২০১৯

বেসিনে হারপিক বা ব্লিচিং পাউডার ঢেলে এডিস মশা ধ্বংসের প্রচারণাকে বিভ্রান্তিকর উল্লেখ করে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে সরকার।

বুধবার এক সরকারি তথ্য বিবরণীতে এই অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কয়েকটি অনলাইনে মশা দমন নিয়ে একটি বিভ্রান্তিকর পোস্টের প্রতি সরকারের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।

'এতে বেসিনে হারপিক বা ব্লিচিং পাউডার ঢেলে পানি দিয়ে মশার ডিম ও লার্ভা ধ্বংস করার কথা বলা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এভাবে এডিস মশা ধ্বংস করা যাবে না। উপরন্তু এতে মানবস্বাস্থ্য, জলজপ্রাণী, উদ্ভিদ, পরিবেশ এবং প্রতিবেশের জন্য মারাত্মক ক্ষতি ও স্থায়ী বিপর্যয়ের সৃষ্টি করবে' বলে তথ্য বিবরণীতে জানানো হয়।

জনগণকে এতে বিভ্রান্ত না হতে অনুরোধ করা হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে তথ্য মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য জানিয়েছে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।

এডিস মশার বিস্তার রোধে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগ

এডিস মশার বিস্তার রোধে তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সব সংস্থাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এবং প্রতি তিনদিন পরপর এ পরিচ্ছন্নতা কার্যক্রম মনিটরিং করার জন্য তথ্য মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে।

তথ্য মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ নির্দেশনা জারি করা হয়েছে বলে তথ্য বিবরণীতে বলা হয়েছে।

আরএমএম/জেএইচ/জেআইএম