ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দেবে এনবিআর
অবশেষে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর আরোপিত সাড়ে ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এক অনির্ধারিত আলোচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এ দিকে সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে এক সংবাদ সম্মেলনে ভ্যাট প্রত্যাহারের ঘোষণা দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআর এর জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে যেকোনো সময় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করবে বলে একটি সূত্রে জানা গেছে।
এসএ/এসএইচএস
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ