ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ঢামেকে ডেঙ্গু আক্রান্ত আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:৪৩ পিএম, ৩০ জুলাই ২০১৯

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে লিটন হাওলাদার (২৫) নামে আরও একজন মারা গেছেন। মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে মারা যান তিনি।

লিটনের বাবার নাম মৃত মজিদ হাওলাদার। বাড়ি পটুয়াখালী বাউফলের কনকদিয়া গ্রামে। তিনি পেশায় একজন প্রাইভেটকার চালক ছিলেন। ঢাকার টিকাটুলি ওয়ারীতে থাকতেন তিনি।

ডেঙ্গুতে আক্রান্ত লিটন গত ২৭ জুলাই ঢামেক হাসপাতালের নতুন ভবনে মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি ঘটলে মঙ্গলবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

এর আগে ঢামেক হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফারজানা (৪২) নামে এক নারীর মৃত্যু হয়। তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ ইকোনমিক্স ইউনিটের উপ-পরিচালক (উপ-সচিব) ড. নুরুল আমিনের স্ত্রী।

লিটনসহ এ বছর ঢামেকে ডেঙ্গুতে মৃতের সংখ্যা ৯ জনে দাঁড়াল।

ঢামেকে ডেঙ্গু রোগে মৃত ৯ জনের ৬ জনই নারী। মৃত অপর সাতজন হলেন- ফরিদপুরের রাবেয়া (৫০), আজমপুরের ফাতেমা (৪৩), এলিফ্যান্ট রোডের নাসিমা (৩৩), কামরাঙ্গীরচরের হাফিজা (৬১), ডেমরার রাজু (২০), লালবাগের ফরহাদ (৪৪) ও গাজীপুরের রিতা।

ঢামেক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ঢামেকে ৫৯৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

এ বছরের জুলাই মাস পর্যন্ত ঢামেক হাসপাতালে ডেঙ্গু রোগে ভর্তি হয়েছে মোট ২০১১ জন; যার মধ্যে শুধু জুলাইয়ে ১৮৫৮ জন ভর্তি হয়েছেন। এছাড়াও এ বছরের জানুয়ারিতে তিনজন, (ফেব্রুয়ারি শূন্য) মার্চে চারজন, এপ্রিলে তিনজন, মে মাসে ৮ জন, জুনে ১৩৫ ভর্তি হন। তবে জুলাইয়ের ২৮ দিনে একলাফে এ সংখ্যা ১৮৫৮ জনে গিয়ে দাঁড়িয়েছে।

এআর/এসএইচএস/পিআর

আরও পড়ুন