ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাতকানিয়া পরিদর্শনে কাল আসছেন দুই মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৭:৩৫ পিএম, ২৯ জুলাই ২০১৯

বন্যাকবলিত এলাকা পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (৩০ জুলাই) চট্টগ্রামের সাতকানিয়ায় আসছেন সরকারের দুই মন্ত্রী।

সাতকানিয়া-লোহাগাড়ার সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর আমন্ত্রণে তারা সাতকানিয়া আসছেন। ড. নদভীর প্রেস সচিব অধ্যাপক সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রীরা হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি। এছাড়া তাদের সঙ্গে থাকবেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

প্রসঙ্গত, জুলাই মাসের শুরুতে টানা ১০ দিনের ভারী বর্ষণে চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়। শঙ্খ ও ডলু নদীর পানি বেশির ভাগ এলাকায় তীর উপচে প্রবাহিত হয় জনপদে। ভয়াবহ ভাঙনে ৩০টির বেশি বসতঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়।

সাতকানিয়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের তিন লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।

আবু আজাদ/এমএআর/জেআইএম

আরও পড়ুন