ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডেঙ্গু নিয়ে আতঙ্ক, বৈঠকে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২৯ জুলাই ২০১৯

সারাদেশের মানুষের মধ্যে ডেঙ্গু জ্বরের আতঙ্ক খোদ নির্বাচন কমিশনে (ইসি) ছড়িয়ে পড়েছে। এ জন্য বৈঠকও ডেকেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

ইসির উপ-সচিব রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কে করণীয় বিষয়ক সভাটি আজ সোমবার বিকেল সাড়ে ৪টায় ইসি ভবনে অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ইসি সচিব মো. আলমগীর। বৈঠকে ইসির সব কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

ইসির একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সারাদেশের মানুষের মত ডেঙ্গু জ্বরের আতঙ্ক রয়েছে ইসিতে কর্মরতদের মধ্যে। এজন্য বৈঠকটি ডাকা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান জাগো নিউজকে জানান, ‘কিছুটা আতঙ্ক তো আছেই। তবে সচেতনতার কোনো বিকল্প নেই। এজন্য করণীয় জানাতে এই বৈঠকের আয়োজন করা হয়েছে।’

জানা যায়, ২০১৭ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শুরু হওয়া সংলাপে আমন্ত্রিত বিশিষ্টজনদের মধ্যে কমপক্ষে ৮ জন চিকুনগুনিয়া আক্রান্ত ছিলেন। এজন্য ওই বছরের জুলাইয়ের শেষে অনুষ্ঠিত ইসির ডাকা বৈঠকে অংশ নিতে পারেননি তারা।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি হাসপাতালগুলোয় ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৮২৪ জন। হাসপাতালে ভর্তি থাকা মোট রোগীর সংখ্যা দুই হাজার ৯২১ জন। আর চলতি বছরের শুরু থেকে আজ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন মোট ১১ হাজার ৬৫৪ জন। এরমধ্যে চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন আট হাজার ৭২৫ জন। রোববার (২৮ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য পাওয়া গেছে।

এইচএস/জেএইচ/এমকেএইচ