ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীর বাইরের ৯০ শতাংশ ডেঙ্গু রোগী ঢাকা থেকে যাওয়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২:১৫ পিএম, ২৯ জুলাই ২০১৯

অতীতের সব রেকর্ড ভেঙে গত রোববার (২৮ জুলাই) পর্যন্ত দেশে ১১ হাজার ৬৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৮ জন। শুধু তাই নয়, বর্তমানে ডেঙ্গু রোগী ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকার বাইরে। এখন পর্যন্ত ঢাকার বাইরে ৬১১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত করা গেছে।

আজ সোমবার (২৯ জুলাই) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. সানিয়া তাহমিনা।

ঢাকার বাইরে ডেঙ্গু ছড়িয়ে পড়াকে চিন্তার বিষয় উল্লেখ করে তিনি বলেন, ‘এ পর্যন্ত ঢাকার বাইরে যত রোগী পাওয়া গেছে, আমি বলব ৯০ শতাংশ রোগী ঢাকা থেকে গেছে। তারপরও আমি আত্ম-সন্তুষ্ট থাকতে চাই না। কারণ তারপরও ওই রোগীগুলো থেকে ডেঙ্গু ছড়াবে।’

এ বিষয়ে স্বাস্থ্য অধিদফতর সম্পূর্ণভাবে সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

সানিয়া তাহমিনা বলেন, ‘জেলাগুলোতে ডেঙ্গু পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদফতর থেকে আজ কিট (এক ধরনের ডিভাইস) পাঠানো হচ্ছে। সেখান থেকেও যেন এটা কোনোভাবে ছড়িয়ে না যায়, সে বিষয়েও আমরা সতর্ক থাকার জন্য চেষ্টা করছি।’

বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ডেঙ্গুর ফি নির্ধারণের বিষয়ে সানিয়া বলেন, ‘ডেঙ্গুর জন্য যে ৪টা পরীক্ষা করার প্রয়োজন হয়, এগুলো করতে মোট ১৪০০ টাকা লাগবে। এই টাকা ঠিকমতো রাখা হচ্ছে কি-না, তা তদারকির জন্য স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে মনিটরিং শুরু হয়েছে। ১০টা টিম গঠন করে এই মনিটরিং শুরু হয়েছে রবিবার থেকে।’

সমুদ্রবন্দর, বিমানবন্দর ও স্থলবন্দরগুলোকে ইতোমধ্যে এ-সংক্রান্ত নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদফতরের এই কর্মকর্তার ভাষ্য, ‘এসব জায়গায় জ্বরের রোগী পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনে সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। যারা আসবেন, তাদের সবাইকে স্বাস্থ্য বার্তা সম্বলিত পোস্টার, লিফলেট প্রদান করা হবে।’

গতকাল রোববার সব সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালদের স্বাস্থ্য অধিদফতরে ডাকা হয়। এ বিষয়ে সানিয়া তাহমিনা বলেন, ‘তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে, আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) সারা ঢাকা শহরকে অঞ্চলভিত্তিক ভাগে শনাক্ত করা হবে। পরে সেসব অঞ্চলের সব স্কুল-কলেজে প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এজন্য মেডিকেল কলেজের শিক্ষকরা টিম গঠন করবেন এবং স্বাস্থ্য অধিদফতর তাদের কারিগরি সহায়তা প্রদান করবে।’

বর্তমানে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ২ হাজার ৯২১ জন বলেও জানান স্বাস্থ্য অধিদফতরের এ কর্মকর্তা।

পিডি/এসআর/এমকেএইচ