ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৮:২৮ এএম, ২৯ জুলাই ২০১৯

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুলাই) তিনি মারা যান।

ওই ব্যক্তির নাম আবদুল মালেক শেখ (৭৪)। পাসপোর্ট নম্বর বিএক্স০৮৪৫১৮৪। গ্রামের বাড়ি বাগেরহাটের কচুয়া থানার নরেন্দ্রপুর গ্রামে।

গত ২৫ জুলাই বেসরকারি সালেহিয়া ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের মাধ্যমে সৌদি এয়ারলাইন্সের (এসবি ৩৮১৯) একটি ফ্লাইটে পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যান তিনি।

উল্লেখ্য, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৬ হাজার ৯২৩ জন। চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্ম মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

গত ৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়। শেষ ফ্লাইট ৫ আগস্ট। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।

এমইউ/বিএ/পিআর

আরও পড়ুন