জঙ্গিবাদ নিয়ন্ত্রণে তবে নির্মূল সম্ভব হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘দেশে জঙ্গি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এখনও জঙ্গির মূলোৎপাটন কিংবা নির্মূল করতে পারিনি। তাই কিছু কিছু জায়গায় এখনও তারা আক্রমণ করতে চায়।’
তিনি বলেন, ‘জঙ্গিরা বাইরের কেউ নয়। আগের জঙ্গিরাই নতুন নতুন নামে আত্মপ্রকাশ করছে। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এদের নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছে।’
জাতীয় শোক দিবস পালন-সংক্রান্ত সার্বিক নিরাপত্তার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার মন্ত্রীর সভাপতিত্বে এ সভা হয়।
আপনার বাসার কাছাকাছি খামারবাড়িতে বোমা রেখে গিয়েছিল আরও কয়েকটি জায়গায় এ ধরনের ঘটনা ঘটার আশঙ্কা ছিল- যার দায় আবার আইএস স্বীকারও করেছে এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সবসময় বলেছি আমরা জঙ্গিদের একেবারে মূলোৎপাটন বা নির্মূল করতে পারিনি। তবে আমরা তাদের নিয়ন্ত্রণে রেখেছি।’
আসাদুজ্জামান খান বলেন, ‘এ সব জঙ্গি বিদেশের কোনো জঙ্গি নয়। এরা সবাই আমাদের হোমগ্রাউন্ড জঙ্গি। আগেও ছিল এখনও বিভিন্ন নামে আত্মপ্রকাশ করছে। এদের মূল উদ্দেশ্য হলো আমাদের দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। এদের আর কোনো কাজ নেই। কখনও জেএমবি, কখনও নিউ জেএমবি; আবার কখনও আনসারুল্লাহ বাংলাটিম নামে এরা কার্যক্রম চালাচ্ছে। এখন আবার লোনুল নামে আরও একটি গ্রুপ সৃষ্টি করেছে। আমরা এখনও এদের বিস্তারিত তথ্য পাইনি।’
তিনি বলেন, ‘বিভিন্ন স্থানে এরা বোমা রেখে চলে যাচ্ছে। এদের সবকিছুই আমদের নিয়ন্ত্রণে রয়েছে। যারা এগুলো করেছেন আমরা খুব শিগগিরই তাদের ধরে ফেলব।’
গত বুধবার (২৪ জুলাই) কে বা কারা খামারবাড়ি ও পল্টন এলাকায় পুলিশের দুটি চেক পয়েন্টের সামনে দুটি বোমা পুঁতে রাখে। তবে বিস্ফোরণের আগেই বোমা দুটি উদ্ধার করে পুলিশ। বোমা পুঁতে রাখার ঘটনার দায় স্বীকার করেছে কথিত ইসলামিক স্টেট (আইএস)।
ইসলামিক স্টেট গ্রুপের কর্মকাণ্ড নজরদারিতে রাখা যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স একটি টুইট বার্তায় এ তথ্য প্রকাশ করে। আইএস দাবি করে ঢাকার দুটি পুলিশ চেক পয়েন্টে হামলার উদ্দেশে এ বোমা দুটি স্থাপন করা হয়েছিল।
এমইউএইচ/জেএইচ/এনডিএস/এমএস