রাজধানীতে ভর্তিচ্ছু ছাত্রীকে ধর্ষণ : গ্রেফতার ২
রাজধানীর ফার্মগেইটে গ্রিনওয়ে ইন্টারন্যাশনাল হোটেলে কোচিং করতে আসা কলেজছাত্রীকে ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতাররা হলেন, আনিছুর রহমান শাওন ও হাবিবুল্লাহ হাবিব ওরফে নিলয়।
রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম এ কথা জানান।
তিনি বলেন, শনিবার পৃথক দুই অভিযানে রাজধানীর মোহাম্মদপুর ও রংপুরের পীরগাছা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
মনিরুল ইসলাম বলেন, গত ১৪ আগস্ট মেয়েটিকে তার হোস্টেল থেকে ডেকে নিয়ে ফার্মগেইট এলাকার গ্রিনওয়ে ইন্টারন্যাশনাল হোটেলের ৫১৭ নম্বর কক্ষে ধর্ষণ করে। গ্রেফতার দুইজন স্বীকার করেছে যে তারা ওই ধর্ষণের সঙ্গে জড়িত।
আসামিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে মনিরুল ইসলাম বলেন, ওই ছাত্রী জামালপুর থেকে বিশ্ববিদ্যালয়ের কোচিং করতে ঢাকা এসেছিল। গত ১৪ আগস্ট বিকেলে ঢাকায় তার এলাকার পরিচিত আনিছুর রহমান শাওন তাকে পড়ার সিট দেওয়ার কথা বলে মৌচাকের হোস্টেল থেকে বের করে ফার্মগেইটের ওই আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে হাবিবুল্লাহ হাবিব ওরফে নিলয় আগে থেকেই অবস্থান করছিল। তারা দুইজন মিলে ওই ছাত্রীকে ধর্ষণ করে। এরপর সন্ধ্যা ৭টার দিকে তাকে ছেড়ে দেয়।
ছাত্রী মোবাইল ফোনে পুরো ঘটনাটি তার বাবা-মাকে জানায়। এরপর গত ১৫ আগস্ট ভিকটিমের বাবা রমনা থানায় একটি মামলা দায়ের করেন। থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও মামলাটির ছায়া তদন্ত করে। তারই ধারাবাহিকতায় শনিবার রংপুর ও মোহাম্মদপুর থেকে তাদের দুইজনকে গ্রেফতার করা হয় বলেও জানান মনিরুল ইসলাম।
জেইউ/একে/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক