ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দুর্ঘটনা রোধে অর্ধেকে নামিয়ে আনা হবে স্পিড ব্রেকার

প্রকাশিত: ১১:০০ এএম, ২১ অক্টোবর ২০১৪

দুর্ঘটনা রোধে সড়কের স্পিড ব্রেকার অর্ধেকে নামিয়ে আনা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় এ কথা জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, বর্তমানে সবচেয়ে বড় অন্দোলন হচ্ছে সড়ক দুর্ঘটনা রোধ। ইতোমধ্যে দুর্ঘটনার স্থান হিসেবে দেশে ১৪৪টি জায়গাকে ‘ব্ল্যাক’ স্পট চিহ্নিত করা হয়েছে। দুর্ঘটনার জন্য স্পিড ব্রেকারকে দায়ী করা হচ্ছে। তাই যত দ্রুত সম্ভব স্পিড ব্রেকার অর্ধেকে নামিয়ে আনা হবে।

তিনি বলেন,  সরকারের পাশাপাশি সড়ক দুঘর্টনা রোধে জনসচেতনতাও বৃদ্ধি করতে হবে। বেপরোয়া গাড়ি চালনা ও নিয়ম না মেনে ওভার ট্রেকিং এর কারণে অহরহ দুর্ঘটনা ঘটছে।

নাটোরের বড়াইগ্রামেও বেপরোয়া গাড়ি চালনোর জন্যই দুর্ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেন মহাসড়ক পরিবহন ও সেতু মন্ত্রী।