ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভ্যাট বিরোধী আন্দোলনে জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসির সমর্থন

প্রকাশিত: ০১:৫৫ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফির ওপর আরোপিত ভ্যাট প্রত্যাহারের আন্দোলনে সমর্থন জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. হারুন-অর-রশিদ। রোববার দুপুর আড়াইটার দিকে ব্যাক্তিগত কাজে এসে তিনি ধানমন্ডির রাস্তায় শিক্ষার্থীদের কর্মসূচীতে সমর্থন জানিয়েছেন বলে দাবি করেছে ইবাইস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার সকাল থেকে পূর্বঘোষিত কর্মসূচী বাস্তবায়নে ক্লাশ বর্জন করে ধানমন্ডির রাস্তায় অবস্থান নেয় বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কয়েক হাজার শিক্ষার্থী। দুপুর আড়াইটার দিকে ব্যাক্তিগত কাজে ধানমন্ডিতে আসেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. হারুন-অর-রশিদ।
 
পরে তিনি কাজ শেষে বেরিয়ে যাওয়ার সময় ধানমন্ডি ১৬ নং রোডে ইবাইস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। পরে তিনি গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের কাছে নিজের পরিচয় দেন এবং আন্দোলনে সমর্থন জানিয়ে ওই স্থান ত্যাগ করেন।

এ ব্যাপারে ইবাইস বিশ্ববিদ্যালয়ের বিবিএ`র শিক্ষার্থী সুমন জানান, আমরা স্যারের গাড়ি আটকানোর পর জানতে পারি তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি। তিনি বলেছেন, তোমাদের এই ন্যায্য দাবির প্রতি আমার সমর্থন আছে। ব্যাক্তিগত জায়গা থেকে তোমাদের দাবি মেনে নিতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবো’ বলে চলে যান তিনি।
 
তবে এ ব্যাপারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

জেইউ/এসআইএস/আরআইপি