ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মক্কায় আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৬:২৫ এএম, ২৭ জুলাই ২০১৯

পবিত্র হজ পালন করতে গিয়ে ই‌দ্রিস আলী (৬২) নামের আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তিনি সাতক্ষীরা জেলার কলা‌রোয়া থানার কেড়াগা‌ছি গ্র‌া‌মের বা‌সিন্দা। তার পাসপোর্ট নম্বর ইএ ০০৩২৬৬১।

গত ১৮ জুলাই বেসরকা‌রি সাদমান ট্রা‌ভেলস অ্যান্ড ট্যুর‌সের মাধ্য‌মে সৌ‌দি এয়ারলাই‌ন্সে একটি ফ্লাইটে (এস‌বি ৮০৯) সৌ‌দি আররে পৌঁছান ই‌দ্রিস আলী। শুক্রবার (২৬ জুলাই) জেদ্দায় তিনি মৃত্যুবরণ করেন।

তিনিসহ চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে মোট ১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও দুইজন নারী। এর মধ্যে ১৪ জন মক্কায়, দুইজন ম‌দিনায় এবং জেদ্দায় একজন মারা যান।

চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি যাবেন ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন বাংলাদেশি হজযাত্রী।

চাঁদ দেখা সাপেক্ষে এ বছর হজ অনুষ্ঠিত হবে ১০ আগস্ট। ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৫৯৮টি।

৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়। শেষ ফ্লাইট ৫ আগস্ট। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১৭ আগস্ট এবং শেষ ফিরতি ফ্লাইট ১৫ সেপ্টেম্বর।

এমইউ/এমবিআর

আরও পড়ুন