‘ডেঙ্গু নিয়ে ভীষণ চিন্তিত প্রধানমন্ত্রী’
ডেঙ্গুর প্রকোপ নিয়ে ভীষণ চিন্তিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। লন্ডন সফরে থাকলেও তিনি প্রায় প্রতিদিন টেলিফোনে স্বাস্থ্যমন্ত্রীর কাছে পরিস্থিতি জানতে চাইছেন। বিশেষ করে রোগীরা যেন সুচিকিৎসা পান সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দিচ্ছেন তিনি।
বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মিলন অডিটরিয়ামে সোসাইটি অব মেডিসিন ও ঢামেক মেডিসিন সোসাইটির আয়োজনে ডেঙ্গু পরিস্থিতি শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।
আরও পড়ুন > ডেঙ্গু দমনে লন্ডন থেকে আসছে ‘ভদ্র মশা’
তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মিডিয়াকে আতঙ্ক ছড়ানোর মতো সংবাদ প্রকাশ না করতে অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী।
বিস্তারিত আসছে...
এমইউ/এমএসএইচ/জেআইএম