ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শাহ আমানতে রিজেন্টের যাত্রীবাহী গাড়িতে ৬৪ স্বর্ণের বার

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ১২:৫১ পিএম, ২৫ জুলাই ২০১৯

চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট পর্যন্ত যাত্রী পরিবহনের কাজে ব্যবহৃত রিজেন্ট এয়ারওয়েজের একটি যাত্রীবাহী গাড়ি থেকে ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গাড়ির ভেতর থাকা একটি কাপড়ের ব্যাগ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক মো. মহিউদ্দিন জাগো নিউজকে বলেন, শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট পর্যন্ত যাত্রী আনা-নেয়ার কাজে ব্যবহৃত রিজেন্ট এয়ারওয়েজের ২ নম্বর গাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতর পরিত্যক্ত অবস্থায় ৬৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৭ কেজি ৪৮৮ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৮ লাখ টাকা। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

আবু আজাদ/এমএসএইচ/জেআইএম

আরও পড়ুন