ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ঈদের আগে মেরামতের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ২৩ জুলাই ২০১৯

ঈদুল আজহার এক সপ্তাহ আগে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়কের চলমান জরুরি মেরামত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক জরুরি সভায় মন্ত্রী সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেন। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে ১২ বা ১৩ আগস্ট দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।

চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশের মধ্যে ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং পরে মধ্যাঞ্চলে বন্যা দেখা দেয়। বন্যা দুর্গত এলাকায় সড়ক ক্ষতিগ্রস্ত হয়।

যদিও এর আগে গতকাল সোমবার ওবায়দুল কাদের সচিবালয়ে সাংবাদিকদের বলেছিলেন, সড়ক যানজটের কারণ হবে না। দেশের বন্যা কবলিত এলাকায় সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তা জরুরি ভিত্তিতে মেরামত করা হচ্ছে। মহাসড়কে কোথাও সমস্যা সৃষ্টি হওয়ার কোন কারণ নেই, সব গুড শেইপে রয়েছে এবং সামনেও ভালো থাকবে।

আরএমএম/জেএ্ইচ/জেআইএম

আরও পড়ুন