ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৫০০ বেডের ১৬০টিতেই ডেঙ্গু রোগী

প্রদীপ দাস | প্রকাশিত: ০৪:২০ পিএম, ২৩ জুলাই ২০১৯

রাজধানীর ইস্কাটনে অবস্থিত হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০। এর মধ্যে ১৬০টিতে ভর্তি আছেন ডেঙ্গু আক্রান্ত রোগী। মঙ্গলবার (২৩ জুলাই) সকালে জাগো নিউজকে এ তথ্য জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

তারা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত এ হাসপাতালে কোনো মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হননি। গত ১ মে হাসপাতালে প্রথম ডেঙ্গু রোগী ভর্তি হন। গত ৭ জুলাই পর্যন্ত মোট ২২২ ডেঙ্গু রোগী ভর্তি হন।

dengu

মঙ্গলবার (২৩ জুলাই) পর্যন্ত ৫৮৫ রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি হন। গত ১৬ দিনে হাসপাতালে ৩৬৩ রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা নেন।

তাদের দেয়া তথ্য অনুযায়ী, গতকাল সোমবার থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত ৬০ রোগী ভর্তি হয়েছেন। ওই ৬০ জনসহ বর্তমানে ১৬০ ডেঙ্গু রোগী এ হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতালটিতে এখন পর্যন্ত ভর্তি ৫৮৫ ডেঙ্গু রোগীর মধ্যে ১৬০ জন ছাড়া বাকিরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।

dengu

ডেঙ্গু আক্রান্ত এ হাসপাতালে কোনো রোগী মারা যায়নি। হাসপাতালটির মেট্রন বিভাগ এ তথ্য জানায়।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, ৫০০ শয্যার সবকটি রোগীতে পূর্ণ। মঙ্গলবার বিকেল ৪টার মধ্যে কিছু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছাড়বেন। তারা গেলে নতুন রোগী ভর্তির করা সম্ভব হবে।

পিডি/বিএ/আরএস/এমএআর/জেআইএম