ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রামপুরায় শিক্ষার্থীদের বিক্ষোভে র‌্যাব-পুলিশের টহল

প্রকাশিত: ০৮:৫৪ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভ্যাটবিরোধী আন্দোলনের চতুর্থ দিনে রোববার রামপুরায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছে। তবে এদিন দুপুর থেকে ওই এলাকায় বেশ কয়েকবার পুলিশ এবং র‌্যাব সদস্যদের টহল দিতে দেখা গেছে। রামপুরা ব্রিজ সংলগ্ন সড়কে এ চিত্র দেখা গেছে।

রোববার দুপুর দেড়টার পর রামপুরা এলাকায় র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার সুপার আবুল কালাম আজাদসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা ওই এলাকা পরিদর্শন করেন। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আহমদ শফি ও বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. ফরাসউদ্দিনের ৩০ মিনিট বৈঠক করেন। এর পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন ট্র্যাফিক পুলিশের উত্তর বিভাগের উপ-কমিশনার (ডিসি) প্রবীর কুমার রায়, অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হুমায়রা পারভীন।

এদিকে দেড়টার পর থেকেই পুলিশের বাড্ডা থানার কয়েকজন পুলিশ সদস্য এসে রামপুরা টিভি সেন্টার এবং ব্রিজ এলাকার দোকানগুলো বন্ধ করে দেয়।

এর আগে রোববার সকাল সাড়ে ১০টা থেকে ‘নো ভ্যাট’ স্লোগানে রামপুরার ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রামপুরা-বাড্ডা সড়ক অবরোধ করে রাখে। বিক্ষোভের সময় শিক্ষার্থীরা যেকোন বাধায় রাস্তায় থাকার ঘোষণা দেন। সর্বশেষ দুপুর ২টায় রামপুরা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এআর/এআরএস/পিআর