ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

দেড় কোটি টাকার অবৈধ সম্পদ সাবেক কাস্টমস কমিশনারের

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ২১ জুলাই ২০১৯

অবসরপ্রাপ্ত কাস্টমস কমিশনার এ. এইচ. এম. শাহাবুদ্দীন নাগরীর বিরুদ্ধে ১ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের প্রধান কেন্দ্রীয় কার্যালয়, ঢাকার উপ-পরিচালক জাহাঙ্গীর আলম ২১ জুলাই বাদী হয়ে মামলা করেন।

এ. এইচ. এম. শাহাবুদ্দীন নাগরী ১ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৬৫১ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে তা নিজ ভোগ দখলে রেখে এবং দুদকে মিথ্যা তথ্য সংবলিত সম্পদ বিবরণী দাখিল করার দায়ে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় একটি মামলা দায়ের করা হয়।

২০১৬ সালের তাকে সম্পদ বিবরণী দাখিলের আদেশ প্রদান করলে তিনি কমিশনের সচিব বরাবর বছরের ২৬ ডিসেম্বর সম্পদ বিবরণী দাখিল করেন।

এমইউ/এমআরএম/জেআইএম

আরও পড়ুন