মক্কায় ক্রেন দুর্ঘটনায় মারা যায়নি কোনো বাংলাদেশি
মক্কায় মসজিদুল হারামে ক্রেন দুর্ঘটনায় ৪০ জন বাংলাদেশি আহত হয়েছেন। এ দুর্ঘটনায় মারা গেছেন ১০৭ জন হজযাত্রী। আহত হয়েছেন ২৩৮ জন। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের কোনো নাগরিক মারা যাননি এবং আহতরাও আশঙ্কা মুক্ত আছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এ দুর্ঘটনার পরপর দুর্ঘটনা কবলিত এলাকায় মোবাইল নেটওয়ার্ক (জ্যামার দিয়ে) বন্ধ ছিল। ফলে টিভিতে খবর দেখার পর দেশ থেকে অনেকেই হজ করতে আসা প্রিয়জনের সঙ্গে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে পড়েন। কিন্তু সেখানে কোনো বাংলাদেশি গুরুতর আহত হননি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এমজেড/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নিউ এইজ সম্পাদককে হয়রানি, ঘটনা তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
- ২ লেখাপড়ায় মনোযোগ দেন, প্রয়োজনে আবারও রাস্তায় নামবো
- ৩ ৩৭ বছর পর চট্টগ্রাম কমার্স কলেজে প্রকাশ্যে শিবির
- ৪ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ৫ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ