ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

জনতার মুখোমুখি হচ্ছেন চসিক মেয়র

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১৮ জুলাই ২০১৯

দায়িত্ব গ্রহণের চার বছর পূর্তি উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২৫ জুলাই) জনতার মুখোমুখি হচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

বুধবার (১৭ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশ করা এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন মেয়র নিজেই।

‘জনতার মুখোমুখি মেয়র’ শিরোনামে ওই ভিডিও বার্তায় আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘আমি আ জ ম নাছির উদ্দীন। আমি আসছি আগামী ২৫ জুলাই সকাল ১০টায় জামালখান হেলদি ওয়ার্ডে। আপনাদের কথা শুনতে, আপনাদের সমস্যা জানতে। আপনাদের সঙ্গে আলাপ করতে ভালোভাবে।’

চট্টগ্রাম সিটি কর্পোরেশন সূত্র জানায়, আগামী ২৫ জুলাই নগরের জামালখান ওয়ার্ডের নগরের রীমা কনভেনশন সেন্টারে সকাল ১০টায় সিটি মেয়র জনতার মুখোমুখি হবেন। এসময় তিনি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। তুলে ধরবেন গত চার বছরে সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন কাজের চিত্র।

শুধু জামালখান ওয়ার্ড নয়, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতে পর্যায়ক্রমে চট্টগ্রাম সিটি করপোরেশনের সবগুলো ওয়ার্ডে এ কর্মসূচি চলবে বলে জাগো নিউজকে জানান সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

তিনি বলেন, ‘আমি জনগণের সেবক। জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি চেষ্টা করেছি শতভাগ দৃঢ়তা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে তা করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় গত চার বছরে চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। আমরা কী কাজ করেছি, কী করতে পারিনি, আরও কী করা উচিৎ এ নিয়ে জনগণের মুখোমুখি হচ্ছি। কারণ জনগণই হচ্ছে শক্তি।’

এনএফ/এমকেএইচ

আরও পড়ুন