মন্ত্রী আসছেন
দুপুর পৌনে ২টা। বিএসএমএমইউ-এর মিল্টন হলে ভিসি, প্রোভিসিসহ একদল চিকিৎসক ও গণমাধ্যমকর্মী স্বাস্থ্যমন্ত্রীর অপেক্ষায়। গত ২৪ জুন লিভার প্রতিস্থাপনকারী ২০ বছর বয়সী যুবককে রিলিজ দেয়া হবে। এই যুবক বর্তমানে সুস্থ আছেন, কিন্তু তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম।
মন্ত্রী আসবেন তাই দুপুর ১টায় যুবককে এনে বসিয়ে রাখা হয়। কিন্তু মন্ত্রী অন্য প্রোগ্রামে। এ সময় যুবককে বার বার চেয়ারে গা এলিয়ে দিতে দেখা যায় । কিন্তু মন্ত্রী না এলে অনুষ্ঠান শুরু হবে না। ভিসি অফ দ্য রেকর্ড কিছু কথা বলে সময় কাটান। ১টা ৫৫ মিনিটে রেজিস্ট্রার বললেন, স্যার এই তো এসে পড়েছেন। তখনও মন্ত্রীর দেখা নেই।
শাহবাগে তখন চলছে অবরোধ। যুবকের মা লিভারদাতা বারবার এদিক-সেদিক দেখছেন।
এমইউ/এনএফ