ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সারের সঙ্গে মাটি মিশিয়ে বিক্রি, জরিমানা-কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৭:১৪ পিএম, ১৬ জুলাই ২০১৯

নগরের পতেঙ্গা এলাকায় ‘টিএসপি’ সারের সঙ্গে মাটি মিশিয়ে বাজারে বিক্রির চেষ্টার অভিযোগে এক ঠিকাদারকে এক বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাহমিলুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

গতকাল সোমবার (১৫ জুলাই) গভীর রাতে পতেঙ্গার টিএসপি গেটের খালপাড় হাদিপাড়া এলাকায় র‌্যাব-৭ অভিযান চালিয়ে এসব নকল সার জব্দ করে। মঙ্গলবার জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত সার ব্যবস্থাপনা আইনে ঠিকাদার রিপনকে (৪০) এক বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, ঢাকা থেকে টিএসপি লেখা খালি বস্তা আনা হয়। সেগুলোতে সার ও মাটি ভরে বাজারে বিক্রি করা হয়। ক্রেতারা সেই সার কিনে প্রতারিত হন। অভিযানে গুদামের মালিক ও ঠিকাদার ওসমান গণি রিপনকে (৪১) আটক করা হয়।

ওসমান গণি কারখানায় তৈরি সারের সঙ্গে মাটি ও পাথর মেশানোর কথা স্বীকার করেছেন।

আবু আজাদ/এমএআর/পিআর

আরও পড়ুন