ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চিংড়িতে ক্ষতিকর জেলি, ২০ মণ জব্দ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:২০ পিএম, ১৬ জুলাই ২০১৯

ক্ষতিকর জেলিমিশ্রিত চিংড়ি মাছ বিক্রি করার অভিযোগে ঢাকার আব্দুল্লাহপুরে মাছের আড়তে অভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানকালে জেলিমিশ্রিত ২০ মণ চিংড়ি মাছ জব্দ, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও দুই কর্মচারীকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৪ পরিচালত ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজান উদ্দীন। এ সময় সিনিয়র উপজেলার মৎস্য কর্মকর্তা সেলিম রেজা ও র‌্যাব-৪ এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

Prawn

এএসপি সাজেদুল ইসলাম বলেন, ‘মাছের আড়ত থেকে ২০ মণ জেলিযুক্ত মাছ জব্দ করা হয়েছে। জব্দকৃত চিংড়ির মূল্য প্রায় ৫ লাখ টাকা।’

জেলিমিশ্রিত চিংড়ি মাছ মজুদ ও বিক্রির অপরাধে মেসার্স বাগেরহাট মৎস্য আড়ত এবং মেসার্স মিম মৎস্য আড়তের মালিকের অনপুস্থিতিতে লোকনাথ চন্দ্র দাস (২২) ও নূরে আলম (৪১) নামে দুই কর্মচারীকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ফৌজদারি মামলাও দায়ের করা হয়।

জেইউ/এসআর/পিআর

আরও পড়ুন