সুব্রত বাইন পরিচয়ে আনু মুহাম্মদকে গুমের হুমকি
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন পরিচয়ে তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদকে চাঁদা চেয়ে হুমকি দেয়া হয়েছে।
তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করে বলা হয়েছে, চাঁদা না দিলে পরিবারসহ গুম করা করা হবে।
মঙ্গলবার সকালে ফেসবুকে একটি স্ট্যাটাসে দিয়ে বিষয়টি নিজেই জানিয়েছেন আনু মুহাম্মদ। স্ট্যাটাসে তিনি লিখেছেন-
ফোন নম্বর: +৯১৮০১৭৮২২৭২৫ থেকে আজ সকাল ১০টায় একটা ফোন এলো। নিজের পরিচয় দিলেন সুব্রত বাইন, কলকাতায় থাকেন, তিনি নাকি শীর্ষ সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হয়েছিলেন। কলকাতায় তার ‘ছোট ভাইদের’ ‘চিকিৎসা’র জন্য টাকা দাবি করলেন। না দিলে পরিবারের সদস্য গুমসহ কীভাবে টাকা আদায় করবেন তা দেখতে বললেন।
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য বিষয়টি জানিয়ে রাখলাম।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে আনু মুহাম্মদ জাগো নিউজকে বলেন, ‘এর আগেও আমাকে হত্যা, গুম ও চাঁদা চেয়ে হুমকি দেয়া হয়েছে। নিরাপত্তাজনিত কারণে আইনগত ব্যবস্থা নিয়েছি। এবারও তাই করবো। রামপুরা থানায় জিডি করবেন বলে জানান তিনি।
জেইউ/এনএফ/জেআইএম