ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষার সময় ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:০৪ পিএম, ১৫ জুলাই ২০১৯

৩৮তম বিসিএসের মৌখিক পরীক্ষা শুরুর সময় নির্ধারণ হয়েছে। আগামী (২৯ জুলাই) সোমবার থেকে এ পরীক্ষা শুরু হবে।

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে সোমবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

গত ১ জুলাই ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে পিএসসি। পাস করেন নয় হাজার ৮৬২ জন। লিখিত পরীক্ষায় অংশ নেন ১৪ হাজার ৫৪৬ প্রার্থী। পাস করা প্রার্থীরা এখন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন।

৩৮তম বিসিএসের মাধ্যমে জনপ্রশাসনে দুই হাজার ২৪ জন ক্যাডার কর্মকর্তা নিয়োগের কথা।

গত বছরের ১৩ আগস্ট ৩৮তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হয়। ২০১৭ সালের ২৯ ডিসেম্বর ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা হওয়ার প্রায় দুই মাসের মধ্যে এর ফলাফল প্রকাশ হয়। এতে তিন লাখ ৮৯ হাজার ৪৬৮ প্রার্থী আবেদন করেন।

এমএইচএম/এমএআর/এমএস

আরও পড়ুন