ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বুড়িগঙ্গার অবৈধ ৪২ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ১৫ জুলাই ২০১৯

ঢাকার শ্যামপুর লঞ্চঘাটের পশ্চিম পাশ থেকে মুন্সিখোলা পর্যন্ত বুড়িগঙ্গা নদীর উত্তর পাড়ের অবৈধ ৪২টি স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শহরের চারদিকের নদীসমূহ টেকসইভাবে দখল-দূষণমুক্ত করার লক্ষ্যে ধারাবাহিক অভিযানের ৪৩তম দিন সোমবার এ অভিযান চালানো হয়।

বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন অভিযানের এ তথ্য জানিয়েছেন।

jagonews

উচ্ছেদের বিবরণ থেকে জানা গেছে, অভিযানে আধা পাকা স্থাপনা ৭টি, সীমানা প্রাচীর ১২টি (৪৮০ রানিং ফুট), টিনের-টংঘর ২৩টি মোট ৪২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সেই সঙ্গে ৫ একর জায়গা অবমুক্ত ও ৬২ লাখ ৫৮ হাজার টাকা নিলাম এবং উচ্ছেদে বাধা দেয়ায় দু’জনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বুড়িগঙ্গা প্রথম সেতুর (পোস্তাগোলা ব্রিজ) দক্ষিণ প্রান্তের নিচ থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে।

এএস/এনডিএস/এমকেএইচ

আরও পড়ুন