মেয়াদোত্তীর্ণ লবণ বিক্রি : তিন দোকানিকে জরিমানা
হাটহাজারী পৌর এলাকার বিভিন্ন মুদি দোকানে অভিযান চালিয়ে ৫০ কেজি লবণ জব্দ করেছে উপজেলা প্রশাসন। মেয়াদোত্তীর্ণ লবণের প্যাকেটে নতুন মেয়াদের স্টিকার লাগিয়ে বিক্রির সময় তা জব্দ করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইনবক্সে একজন সচেতন নাগরিকের দেয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১৫ জুলাই) দুপুরে আব্বাইসার পুল এলাকায় এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন।
রুহুল আমিন বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইনবক্সে একজন সচেতন নাগরিকের দেয়া তথ্যের ভিত্তিতে হাটহাজারী পৌরসভার আব্বাইসার পুল এলাকার বিভিন্ন মুদি দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ৫০ কেজি লবণ জব্দ করি। তারা ৬ মাস আগেই মেয়াদোত্তীর্ণ লবণের প্যাকেটে নতুন মেয়াদ লাগিয়ে বিক্রি করছিল। এ অপরাধে তিন দোকানিকে ২ হাজার টাকা করে জরিমানা এবং মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
আবু আজাদ/এনডিএস/এমএস