ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

২৮ এজেন্সি শেষ মুহূর্তে জানালো হজযাত্রী পাঠাবে না!

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৪:১১ পিএম, ১৫ জুলাই ২০১৯

চলতি বছর হজ কার্যক্রমে অংশগ্রহণকারী ২৮টি এজেন্সি শেষ মুহূর্তে এসে জানিয়েছে তারা হজযাত্রী পাঠাবে না! এসব এজেন্সি হজ সিস্টেমে তাদের ১০ জন বা তদূর্ধ হজযাত্রী ‘উইল নট পারফর্ম’ মর্মে হজ সিস্টেমে তথ্য ইনপুট দিয়েছে।

এজেন্সিগুলো হলো- আল হারমাইন ট্রাভেলস, রিয়েল ইন্টার্নেশনাল, বদরপুর ট্র্যাভেল অ্যান্ড ট্যুরস, জান্নাত ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এ আর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, আব্দুর রহমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এয়ার ফিলিস্তিন ইন্টারন্যাশনাল, আরশিনগর ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, বাংলা এয়ার সার্ভিসেস, ইকোনমিক ট্রাভেল সার্ভিসেস, হাযরে আসওয়াদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, হাসনাইন টুলস অ্যান্ড ট্রাভেলস, ইতিহাদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, খান জাহান আলী ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এম এস ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এম এস এস এস ইন্টারন্যাশনাল।

মজিদ ট্রাভেলস ইন্টারন্যাশনাল, রেজা ট্রেড ইন্টারন্যাশনাল, সাবিলুল জান্নাত এয়ার ট্রাভেলস লিমিটেড, শাহ মহাসান আউলিয়া ট্রাভেলস ইন্টারন্যাশনাল অ্যান্ড কাফেলা, সাকসেস এয়ার সার্ভিসেস, সুপার এয়ার সার্ভিস প্রাইভেট লিমিটেড, উইন ওয়ার্ল্ড ট্রাভেলস ইন্টারন্যাশনাল, বেস্ট ফ্লাই ইন্টারন্যাশনাল, এম আলি ইন্টারন্যাশনাল ট্রাভেলস, দোহার-নবাবগঞ্জ হজ কাফেলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, মোশাররফ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ও আল খিদমাহ ওভারসিজ।

রোববার ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ওই ২৮ হজ এজেন্সির হজযাত্রীদের তালিকা, মোবাইল নম্বর ও চলতি বছর হজ পালন না করার কারণ ইত্যাদি বিষয়ে আজ (সোমবার) ধর্ম সচিব শুনানি গ্রহণ করবেন।

শুনানিতে যথাসময়ে উপস্থিত থাকার জন্য হজ এজেন্সির মালিক/ব্যবস্থাপনা পরিচালকদের বলা হয়েছে। উপস্থিত থাকতে না পারলেও ধর্ম মন্ত্রণালয়কে অবহিত করতে নির্দেশনা দেয়া হয়েছে।

এমইউ/আরএস/জেআইএম

আরও পড়ুন