বন্যা : নৌপরিবহন মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম

দেশের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নৌ চলাচলের বর্তমান পরিস্থিতির তথ্য সংগ্রহ ও মনিটরিংয়ের জন্য রোববার একটি কন্ট্রোল রুম খুলেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
সচিবালয়ের ৬ নম্বর ভবনের নবম তলায় ৮০৩ নম্বর কক্ষটি নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর-৯৫১৫৫৫১। নিয়ন্ত্রণ কক্ষটি ১৮ জুলাই পর্যন্ত খোলা থাকবে।
কন্ট্রোল রুমের সার্বিক তদারকি এবং সমন্বয়ের দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ) আবদুছ ছাত্তার শেখ। তার মোবাইল নম্বর ০১৭১১-৪২৫২৩০।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।
আরএমএম/এনডিএস/এমকেএইচ
আরও পড়ুন
বিজ্ঞাপন