বন্যা : নৌপরিবহন মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম
দেশের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নৌ চলাচলের বর্তমান পরিস্থিতির তথ্য সংগ্রহ ও মনিটরিংয়ের জন্য রোববার একটি কন্ট্রোল রুম খুলেছে নৌপরিবহন মন্ত্রণালয়।
সচিবালয়ের ৬ নম্বর ভবনের নবম তলায় ৮০৩ নম্বর কক্ষটি নিয়ন্ত্রণ কক্ষ হিসেবে প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নিয়ন্ত্রণ কক্ষের ফোন নম্বর-৯৫১৫৫৫১। নিয়ন্ত্রণ কক্ষটি ১৮ জুলাই পর্যন্ত খোলা থাকবে।
কন্ট্রোল রুমের সার্বিক তদারকি এবং সমন্বয়ের দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ) আবদুছ ছাত্তার শেখ। তার মোবাইল নম্বর ০১৭১১-৪২৫২৩০।
ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যা দেখা দিয়েছে।
আরএমএম/এনডিএস/এমকেএইচ