ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

শাখারী বাজারে ৫৭ কচ্ছপ উদ্ধার, আটক ৩

প্রকাশিত: ০১:২৭ পিএম, ১১ সেপ্টেম্বর ২০১৫

রাজধানীর শাখারী বাজার মোড়ে অভিযান চালিয়ে দুর্লভ প্রকৃতির ৫৭ কচ্ছপ উদ্ধারসহ তিনজনকে আটক করেছে ল্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব)। র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, শুক্রবার সকালে র‌্যাব-১০ এর একটি অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমের ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ আটককৃতদের কারাদণ্ড দেন। দণ্ড প্রাপ্তরা হলেন প্রদীপ চন্দ্র দাস (৪৭), পনীর চন্দ্র দাস (৩৯) ও কার্তিক চন্দ্র দাস (৫৫)।
 
ভ্রাম্যমান আদালতের পরিচালক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম জানান, আটককৃতরা দুই বস্তা ভর্তি বিপন্ন প্রজাতির ৫৭টি কচ্ছপ বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিলো। কচ্ছপগুলোর ওজন প্রায় চার মণ। এরমধ্যে ১২ কেজি ওজনের চারটি মা কচ্ছপও রয়েছে।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, খুলনা, নরসিংদী এবং মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন স্থান থেকে কচ্ছপ সংগ্রহ করে গত আট বছর ধরে তারা বিক্রয় করে আসছে।

প্রতি সপ্তাহে শুক্রবারে খুব ভোরে সূর্য উঠার পূর্বেই তারা একই স্থানে নিয়মিতভাবে কচ্ছপ বিক্রি করে আসছে। বড় কচ্ছপের প্রতি কেজি এক হাজার টাকা থেকে ১১ হাজার টাকা দরে বিক্রয় করে থাকে।

ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম আরও জানান, প্রমান ও স্বীকারোক্তিমূলক জবানবন্দির প্রেক্ষিতে প্রদীপ চন্দ্র দাস ও পনীর চন্দ্র দাসকে ৯ মাসের কারাদণ্ড ও কার্তিক চন্দ্র দাসকে তিন মাসের কারাদণ্ড দেয় আদালত।

জেইউ/এএইচ/পিআর