ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কনস্টেবল নিয়োগ : বদলি ১০০, গ্রেফতার এক পুলিশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ১০ জুলাই ২০১৯

পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অনিয়ম করতে পারেন- এমন আশঙ্কায় ১০০ জনকে বদলি ও স্ট্যান্ড রিলিজ করা হয়। অনিয়ম করায় টাঙ্গাইলের এক পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) সোহেল রানা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, প্রতিটি জেলায় পুলিশ হেডকোয়ার্টার্সের একাধিক বিশেষ গোয়েন্দা দল মাঠে থেকে নিয়োগ প্রক্রিয়ায় কড়া নজরদারি রাখে। প্রতি জেলার পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধানে জেলার বিশেষ শাখা (এসবি), গোয়েন্দা শাখাসহ (ডিবি) সংশ্লিষ্ট থানাসমূহ স্থানীয় দালাল ও প্রতারক চক্রের ওপর বিশেষ নজদারি রাখে।

তিনি আরও বলেন, নিয়োগে অনিয়ম বা দুর্নীতির চেষ্টার ঘটনায় দেশের বিভিন্ন জেলায় ১৮টির বেশি মামলা হয়েছে। এ ঘটনায় ৪০ জনের অধিক দালাল ও প্রতারককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। নিয়োগে অনিয়ম করতে পারেন- এমন গোয়ান্দা তথ্যের ভিত্তিতে কমপক্ষে ১০০ পুলিশ কর্মকর্তা ও সদস্যের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে তাৎক্ষণিক বদলি বা স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। টাঙ্গাইলে একজন পুলিশ সদস্যকে গ্রেফতার করে কোর্টে পাঠানো হয়।

‘কনস্টেবল নিয়োগ পরীক্ষায় শতভাগ স্বচ্ছ করতে যা যা প্রয়োজন, সব ব্যবস্থা নেয়া হয়েছিল। এ কারণে দুর্নীতিমুক্তভাবে কনস্টেবল নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা গেছে। নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত রাখতে আইজিপির নির্দেশে নানামুখী পদক্ষেপ নেয়া হয়েছিল। এ কারণেই এমন একটি সুষ্ঠু ও পরিচ্ছন্ন নিয়োগ জাতিকে উপহার দেয়া সম্ভব হয়েছে‘-যোগ করেন তিনি।

এ বছরের কনস্টেবল নিয়োগ পরীক্ষায় সারাদেশ থেকে ৬ হাজার ৮০০ পুরুষ এবং ২ হাজার ৮৮০ নারীসহ ৯ হাজার ৬৮০ জন নিয়োগ পেয়েছেন।

যেভাবে সম্পন্ন হলো স্বচ্ছ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া

পুলিশ সদর দফতর জানিয়েছে, নিয়োগের কার্যক্রম শুরুর পূর্বেই আইজিপি সব রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপারদের নিয়ে পুলিশ সদর দফতরে ব্রিফিং করেন। ব্রিফিংয়ে স্বচ্ছভাবে পরীক্ষা সম্পন্নের জন্য সবাইকে কঠোর নির্দেশ দেন তিনি।

এছাড়াও দুর্নীতিমুক্ত নিয়োগ নিশ্চিত করতে প্রতিটি জেলায় মাইকিং করা, সভা-সমাবেশ আয়োজন, আলোচনা ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সচতেনতা বৃদ্ধি করা হয়েছে। নারীদের বাংলাদেশ পুলিশে যোগ দিতে উৎসাহিত করতে বিশেষ উদ্যোগ নেয়া হয়। এ জন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে দুর্নীতিমুক্ত পুলিশে নিয়োগের বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করা হয়।

পুলিশ সদরদফতর জানিয়েছে, প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১ এবং ২০৪১ এর লক্ষ্যমাত্রা অর্জন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।

এআর/জেএইচ/পিআর

আরও পড়ুন