বৃষ্টি উপেক্ষা করে কাউন্টারে ঘরমুখো মানুষের ভীড়
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার থেকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল থেকে তাই ঘরমুখো মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। ক্ষণে ক্ষণে বৃষ্টি হানা দিলেও ঘরে ফেরা মানুষকে দমিয়ে রাখতে পারেনি প্রকৃতি। বৃষ্টিতে ভিজেই টিকেট সংগ্রহ করেছেন যাত্রীরা।
শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, গাবতলী বাস টার্মিনালে অপেক্ষা আর কষ্টের শেষে মিলছে টিকেট। শুক্রবার পাওয়া যাচ্ছে ১৭ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অগ্রিম টিকিট।
উত্তরের সব ও দক্ষিণাঞ্চল রুটের কিছু গাড়ীর টিকিট বিক্রি হচ্ছে গাবতলী বাস টার্মিনালের স্ব স্ব বাস কাউন্টার থেকে। উত্তর ও দক্ষিণ বঙ্গগামী হানিফ, সাকুরা, এসআর, ঈগল, নাবিল, শ্যামলী, টিআর, ডিপজল, এসকে, আগমনী, কেয়া পরিবহনের কাউন্টারের সামনে দীর্ঘ লাইন। টিকিট পেতে মরিয়া অনেক যাত্রীই বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় করছেন। অনেকে এসেছেন ভোরে। সকাল হতে হতে লাইন দীর্ঘ হতে থাককে।
টিকিট যে পেতেই হবে, তাইতো টিকিট শেষ হওয়ার উড়ো খবর এলেই চিৎকার শুরু করছেন যাত্রীরা। কাউন্টারে টিকিট বিক্রেতাদের সঙ্গে অনেককে বাক বিতণ্ডায় জড়াতেও দেখা গেছে।
রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও বগুড়া রুটে চলাচলকারী আল-হামরা পরিবহনের কাউন্টার ম্যানেজার রফিকুল ইসলাম জানান, আল-হামরাসহ সব রুটের টিকিটি আছে। তবে বৃষ্টি থামার পর চাদিহা ও লাইনে যাত্রীদের সংখ্যা বেড়েছে। সব যাত্রীর টিকিট দেয়া সম্ভব হবে না।
কল্যাণপুরে উত্তরাঞ্চলগামী ন্যাশনাল, দেশ, হানিফ, এসআর, আল হামরা পরিবহনের বাসের কাউন্টারগুলোতে ভিড় জমেছে। কাউন্টার মাস্টাররা জানান, পর্যাপ্ত টিকিট আছে। তবে সাদিকুল নামে ঠাকুরগাঁওগামী এক যাত্রীর অভিযোগ, দীর্ঘ সময় তিনি লাইনে দাঁড়িয়ে। টিকিট নেয়ার সময় নিজের পছন্দ মতো টিকিট চেয়েও পান নি তিনি।
বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক রমেশ চন্দ্র ঘোষ জানান, যাত্রীদের হয়রানি করে ও নির্ধারিত টাকার বাইরে ভাড়া নেয়া হচ্ছে না। নিলেই কঠোর ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, ঈদুল উল আজহা উপলক্ষে শুক্রবার হতে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত অনুযায়ী উত্তরাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের ৬০টির বেশি রুটে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) বাসের টিকিট বিক্রি শুরু হবে ১৬ সেপ্টেম্বর। ওই দিন থেকে রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও মতিঝিল বাস ডিপো থেকে টিকিট বিক্রি করা হবে।
জেইউ/এএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে, ক্যাডার-ননক্যাডারে পদ ৩৭০১
- ২ সংসার চালাতে হিমশিম খাচ্ছে নিম্ন আয়ের মানুষ, ওষুধে ব্যয় ২০ শতাংশ
- ৩ জাপান গার্ডেন সিটিতে বিষ প্রয়োগে কুকুর হত্যার অভিযোগে থানায় জিডি
- ৪ ‘রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশ যেন হারিয়ে না যায়’
- ৫ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক