শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে ছাত্রসেনার মানববন্ধন
টিউশন ফির ওপর থেকে ভ্যাট প্রত্যাহার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী ছাত্রসেনা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর আয়োজিত এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো ভ্যাট দিবে। তাই এ ধরনের তাল বাহানামূলক সিদ্ধান্ত থেকে সরকারকে সরে এসে ভ্যাট প্রত্যাহার করা উচিত।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) দ্বারা সরকারের বক্তব্য প্রহসনমূলক মন্তব্য করে তারা বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোনলের উপর পুলিশের লাঠিচার্জের যে নজির সরকার দেখিয়েছে তার উচিত জবাব ভবিষ্যতে পাবে।
তারা আরও বলেন, আন্দোলন করার অধিকার সংবিধানে রয়েছে। আর নিয়ম থাকার পরেও পুলিশ লাঠিচার্জ করে সংবিধান লংঘন করেছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সভাপতি নুরুল হক, ঢাকা মহানগরের সভাপতি ইমরান হোসেন তুষার, সাধারণ সম্পাদক মো. শাহজালাল, সহ সভাপতি আদবুল আলী মামুন, অর্থ সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
আএসএস/এএইচ/পিআর